সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে রাতারাতি বেশ পরিচিতি লাভ করেন ‘অপু ভাই’। এই মাধ্যমে তাকে অনুসরণ করেন প্রায় ১০ লাখ অনুসারী। রাস্তায় মারামারির জের ধরে গিয়েছিলেন হাজতেও। কিছু দিন আগে আদনান আল রাজীব একটি ওয়েব ফিল্মে তাকে নিয়ে আসেন । এবার তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়ে আসছেন নির্মাতা অনন্য মামুন।
নির্মাতা সোশ্যাল মিডিয়ায় অপু ভাইয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কে কিভাবে নেবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র বনাম জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে (চরিত্রের নাম)। এক মাস অভিনয়ের প্রশিক্ষণের পর ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।’
বিভিন্ন চলচ্চিত্র ও নাটকের ফেসবুক গ্রুপগুলোতে ব্যাপক সমালোচনা চলছে। বিশেষ করে থিয়েটারকর্মীরা, যারা অভিনয়কে ক্যারিয়ার করতে চান, তারা অনন্য মামুনের এই উদ্যোগের বেশ সমালোচনা করেছেন। অনন্য মামুনের বক্তব্যে উত্তপ্ত থিয়েটারকর্মী ও সাধারণ সিনেমাপ্রেমীরা। অনন্য মামুনকে উদ্দেশ করে রিয়া নামের একজন বলেছেন, ‘খুবই ভালো কাজ করছেন।পচে যাওয়া ইন্ডাস্ট্রিতে আবার পচা মালের সরবরাহ বাড়াচ্ছেন। এদিকে আসল মেধাবীরা স্ট্রাগল করে যাবে সারা জীবন।’
মামুনের এই বক্তব্যকে নাকচ করে শাহরিয়ার শুভ নামের একজন লিখেছেন, ‘ওর চেষ্টা আপনাকে মুগ্ধ করেনি ভাই। থিয়েটারে এর থেকে কয়েক গুণ পরিশ্রমী ছেলেপুলে পাবেন আপনি। আপনি শুধু নিজের ভিউজের জন্য ওর হাইপটা নিতে চাচ্ছেন। অবশ্য এদের তৈরি করার জন্য আপনারা-আমরাই দায়ী। দেখা যাবে কেউ ধর্ষণ করলেও নিজের ভিউজের জন্য আপনারা এদের কাষ্ট করবেন।’
জোবায়ের রহমান নামের একজন উদীয়মান শিল্পী বলছেন, ‘প্রথমে অডিশন দেওয়ার ইচ্ছা ছিল। এটা দেখার পরে ইচ্ছা মরে গেছে। বছরের পর বছর থিয়েটার করে একজন থিয়েটারকর্মী কি পেল অনন্য মামুন সাহেব? এক মাসেই অভিনয় শিখিয়ে ফেলবেন? আপনিও স্রোতে গা ভাসিয়ে দিলেন? ছি!’
সুদীপ্ত বসাক অর্ণব নামের একজন লিখেছেন, ‘পেন্ডামিকের এই সময়ে, প্রচুর নাট্যকর্মী, থিয়েটারকর্মীর অর্থকষ্টে দিন কাটছে। মেধা আছে, কিন্তু কাজ নেই, এমন আর্টিস্টের সংখ্যা অসংখ্য। এই আপনারাই যদি ভিউয়ের কাছে বিক্রি হয়ে এসব লোকজনকে নিয়ে আসেন টিআরপির আশায়, তাহলে বলব, নাটক-সিনেমা বানানোর দরকার নেই। পর্ন কিছু বানান।’
অবশ্য কেউ কেউ অপু ভাইকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য ধন্যবাদও জানিয়েছেন অনন্য মামুনকে । সিমি নামের একজন বলেন, ‘একটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য, ভালো কাজের সুযোগ দেওয়া উচিত।’
অনন্য মামুনের সিরিজে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এতে একঝাঁক নতুন শিল্পীকে দেখা যাবে। উল্লেখ্য, এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউবার’-এ এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে।