অবশেষে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান আসছেন বলিউডে। অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল বিষয়টি নিয়ে। এবার জানা গেছে, স্বনামধন্য নির্মাতা জয়া আখতার পরিচালিত একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। কমিক বই ‘আর্চি’ অবলম্বনে সিনেমাটি তৈরি হবে। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
টিনেজ রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমাটিতে সুহানাকে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে। তিনি ছাড়াও আরও দুই বলিউড স্টার কিড এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখবেন বলে জানা গেছে।