রাজধানীর গুলশানে আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলে বাড়ি ভাড়া নিয়ে মাদকের ব্যবসা করার অভিযোগে তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ আগস্ট ) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গুলশান-১ এর ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাসাতে এই অভিযান পরিচালনা করে বলে জানান অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান।
অভিযানকালে ওই বাসার ভিতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেন কর্মকর্তারা। তারা এ সময় ফয়সাল, গাড়ি চালক ইব্রাহিম ও আলম নামে তিন জনকে আটক করেন।
১২৮ নম্বর রোডের এই বাসা ছাড়াও একই এলাকার ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের অফিসে অভিযান চালান কর্মকর্তারা। সেখান থেকেও জব্দ করা হয় বিদেশি মদ। এ সময় দুটি গাড়িও জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে রাশেদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসার আড়ালে ফয়সাল অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বাসার আলমারি থেকে শুরু করে বাসার সব জায়গায় মদের বোতল পাওয়া গেছে। আমরা এখন তাদেরকে আটক করেছি, জিজ্ঞাসাবাদ করব। এছাড়া নিয়মিত আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
তিনি জানান, ফয়সালের কাছে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের লাইসেন্স ছিল কিন্তু পরবর্তীতে তা রিনিউ করেনি। এই অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ১৪৯ মদের বোতল জব্দ করা হয়।