বিশ্বের দুই মহারথি প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান সামাজিক মাধ্যম ফেসবুক ও সার্চ জায়ান্ট গুগল ইন্টারনেটের গতি বৃদ্ধির লক্ষ্যে একজোটে কাজ করবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারনেট সক্ষমতা ও গতি বাড়াতে সমুদ্রতলে এবার তারা নতুন সাবমেরিন ক্যাবল স্থপনের পরিকল্পনা করছে। সম্প্র্রতি প্রতিষ্ঠান দুটি নতুন কেবল সিস্টেম স্থাপনের লক্ষ্যে সম্প্রতি জোট বাঁধার খবর জানিয়েছে। জানা গেছে, কেবল স্থাপন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট অ্যাপ্রিকট’। এ প্রকল্পটি সিঙ্গাপুরকে জাপানের সঙ্গে সংযুক্ত করার লক্ষে ২০২৪ সাল নাগাদ চালু হবে এটি।
এক প্রতিবেদন উল্লেখ হয়, আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের একটা বড় অংশ পারাপারের গুরুভার থাকে সমুদ্রতলের কেবলের ওপর। বর্তমানে ৪জি, ৫জি এবং ব্রডব্যান্ড সংযোগের ক্রমবর্ধমান চাহিদা বাড়ায় ইন্টারনেট ট্রাফিক চলাচল অব্যাহত রাখতে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যাবলের প্রয়োজন দেখা দিয়েছে।
ফেসবুকের নেটওয়ার্ক বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক নিকো রোরিক এ প্রসঙ্গে বলেন, বৈশ্বিক নেটওয়ার্ক কাঠামোর পরিসর বৃদ্ধিতে এবং ৫০ কোটিরও বেশি মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে আমাদের যে চলমান প্রচেষ্টা রয়েছে, তার একটি অংশ অ্যাপ্রিকট কেবল।
গুগলের গ্লোবাল নেটওয়ার্কিং বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলে বলেন, যৌথভাবে এগুলো এশিয়ার ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য ডেটা আদান-প্রদানের সময় অনেক কমাবে, ব্যান্ডউইথ বাড়বে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর এশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্ধিত সংযোগ জোরদার করবে।