ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ

%E0%A6%87%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA

প্রতীকী ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ। এ বিনিয়োগের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে শিল্প পরিবারটি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

 

ইভ্যালির পক্ষ থেকে মঙ্গলবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এমন বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “একটি দেশীয় উদ্যোগ হিসাবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। যমুনার এ বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এ বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসার পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে”।

 

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে আমরা দেখছি যে, স্থানীয় ইকমার্স প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাজন, চীনের ক্ষেত্রে আলিবাবা। তেমনি বাংলাদেশে ইতোমধ্যে নিজের একটি অবস্থান তৈরি করেছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। শুধু দেশের সাধারণ মানুষের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে। যমুনা গ্রুপ দীর্ঘ ৫০ বছর ধরে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে চলেছে। এখন ইভ্যালি এবং যমুনা গ্রুপ সেই স্বপ্নপূরণে একে অন্যের অংশীদার হলো।

 

বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালিকে একটি নোটিশ দিয়েছে তাতে ব্যাখ্যা করতে বলা হয়েছে, গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষার অনিশ্চয়তার পাশাপাশি ই-কর্মাসের ওপর নেতিবাচক প্রভাব রোধে ইভ্যালির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না।

 

গত সোমবার (১৯ জুলাই) ওই কারণ দর্শানোর নোটিশ ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে দেওয়া হয়।

 

একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তাদের বিজনেস মডেল জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তাদের বক্তব্যে সন্তুষ্ট না হলে নোটিশে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

 

এর আগে গত রবিবার (১৮ জুলাই) বিকেলে ইভ্যালিসহ ৬টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রণালয়ে করা এক বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *