কিলিয়ান এমবাপ্পের আর থাকতে মন চাইছে না প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে নেই কোন আগ্রহ। যত দ্রুত সম্ভব রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি।
যদিও পিএসজির চেয়ারম্যান নাসের আল খোলাইফি বলেছেন, এমবাপ্পের আমাদের ক্লাবকে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই।
তাতেও গুঞ্জন থামছে না। এরইমধ্যে গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে দিয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রস। বললেন, পিএসজির একজন তারকা কিছুদিনের মধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন। তবে তারকার নাম বলেননি টনি ক্রস। এতে অবশ্য বুঝতে কষ্ট হয়নি যে, এমবাপ্পের কথাই বলেছেন এই মিডফিল্ডার।
নিজের ভাইয়ের সঙ্গে একটি পডকাস্টে টনি ক্রস বলেন, দেখা যাক সবকিছু কীভাবে এগোয়। মেসি পিএসজিতে যাওয়ায় হয়তো ভালোই হয়েছে। কারণ আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল তাদের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। এর পরই ‘বোমা’ ফাটায় টনি, যা এমবাপ্পে কে ঘিরে চলা গুঞ্জন নতুন মাত্রা পেল।
আরো বলেন, ‘এখন ধারাবাহিকতায় আরও ভালো কিছু হতে পারে। হয়তো পিএসজি থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবে, আমি জানি না।’
তবে পিএসজি কোনোমতেই এমবাপ্পেকে ছাড়তে রাজি নয়। দলটির চেয়ারম্যান নাসের আল খোলাইফি বলেছেন, ‘এমবাপ্পের আমাদের ক্লাবকে ছেড়ে যাওয়ার কোনো কারণ দেখছি না। সে খুব লড়াকু মনোভাবের। সে চায় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী দল। এখন সেই অযুহাতও নেই তার সামনে।’
এ নিয়ে মঙ্গলবার এমবাপ্পের প্রতিনিধির সঙ্গে বৈঠকও করেছে পিএসজি কর্তৃপক্ষ। তবে সেই বৈঠক অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। এমবাপ্পেকে অনুরোধ করেছেন, আর একটি বছর যেন তিনি প্যারিসে থাকে।
তারা জানিয়েছেন, যেহেতু ২০২২ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপ্পের। তবে মাঝপথে কোথাও না গিয়ে এ বছরটা পিএসজিতেই খেলুক এমবাপ্পে। এর পর যখন এমনিতেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তখন না হয় অন্য ক্লাবে যাবেন।
সতীর্থদের সেই অনুরোধ এমবাপ্পে রাখবেন কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও ইতোমধ্যে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, এমবাপ্পে এই মৌসুমে ক্লাব ছাড়বেন না। আরও একটি মৌসুম তিনি প্যারিসে থাকবেন।