মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির জামিন বিষয়ে শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রোববার (২৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২২ আগস্ট পরীমনির আইনজীবী মজিবুর রহমান ঢাকা মহানগর দায়রা জজ
আদালতে জামিনের আবেদন করেন। ওই দিন আদালত জামিন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
কিন্তু এ বিষয়ে উচ্চ আদালতে যান পরীমনির আইনজীবী। এর পরিপেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে রোববার (২৯ আগস্ট) বিচারক পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট নতুন দিন ধার্য করেন।