বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ফলে তাকে মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি) দপ্তরেই থাকতে হচ্ছে।
এনসিবির আইনজীবীরা দাবি করেছেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে আরিয়ানকে রাখা প্রয়োজন।
এর আগে গত শনিবার (০২ অক্টোবর) গভীর রাতে গোয়াগামী প্রমোদতরীর মাদক-পার্টি থেকে আরিয়ানসহ মোট আটজনকে আটক করে এনসিবি। সকলেই মুম্বাইয়ের বিত্তশালী পরিবারের সন্তান, আটক আটজনের মধ্যে দুইজন নারী রয়েছেন। প্রমোদতরীর পার্টি থেকে আটকের পর এনসিবি দপ্তরে নিয়ে যাওয়া হয় আরিয়ান খানকে। সেখানে টানা ১৬ ঘণ্টা জেরা করা হয়।
গ্রেপ্তারের পর বলা হয়েছিল, এক দিনের জন্য আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হবে। কিন্তু সোমবার (০৪ অক্টোবর) সকালে জানা যায়, আদালতের কাছে শাহরুখপুত্রকে আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি। কারণ হিসেবে বলা হয়, মুম্বাইয়ের মাদকযোগের তদন্তে কিছু তথ্যের জন্য আরিয়ানকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে হবে। সেই মতো এনসিবি ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে।
এদিকে ছেলের পক্ষে আইনি লড়াই চালাতে মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ দিয়েছেন শাহরুখ খান। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।