জামিন পেলেন রাজ কুন্দ্রা

%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%95%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা | ছবি: সংগৃহীত

পর্নোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। রাজের আইনজীবীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার মুম্বাইয়ের হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করেন।

 

রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল শুনানির সময় জানান, এই মামলার অপর দুই অভিযুক্ত শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডেকে হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি পুলিশ। কিন্তু রাজের ক্ষেত্রে ভিন্ন পথ অবলম্বন করা হয়েছে। মামলায় রাজ কুন্দ্রার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা প্রমাণ হলে সাত বছরের কম সাজা হবে, তাই অভিযুক্তকে জামিন দেওয়া উচিত।

 

মুম্বাই পুলিশের পক্ষ থেকে অবশ্য জামিন আবেদনের বিরোধিতা করা হয়। সরকারি আইনজীবী পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আদালতের কাছে সময় চাইলে তা মঞ্জুর করেন আদালত।

 

আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে । সেদিন আবার আদালতে উপস্থিত থাকতে হবে রাজকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *