পশ্চিম জার্মানির বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৮০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ আছেন আরও এক হাজার ৩০০ মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বুধবার (১৪ জুলাই) রাতে শুরু হওয়া এই বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ৬টি ভবন ধসে পড়েছে এবং এখনো অনেকে নিখোঁজ আছেন। জীবন বাঁচাতে বিভিন্ন বাসা-বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানায়, বন্যার কবল থেকে বাচতে অনেক মানুষ বাড়ির ছাদে অবস্থান নিয়েছে। কিন্তু মোট কতজন অবস্থান করছে, তা এখনো পরিষ্কার নয়। তবে অনেক এলাকায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্য পাঠানো হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত আছে। শেষ হলে প্রকৃত অবস্থা জানা যাবে।
এই বন্যার কারণে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির রাইন নদীতে। তাছাড়া বন্ধ রয়েছে স্থানীয় রেল, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টির কারণে অনেক এলাকায় প্রবেশ করতে পারছে না উদ্ধারকারী বাহিনী। ইতঃমধ্যে কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে প্রদেশের ভুলকানাইফেল জেলায়।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এমন বিপর্যয়ে আমি হতবাক। বন্যায় বিপাকে পড়েছেন অনেক মানুষ। নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।
ইওরোপীয় ইউনিয়নের দেশ জার্মানির পাশাপাশি বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও আবহাওয়ার একই অবস্থা বিরাজ করছে। এই দুই দেশেও ভারী বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে। বেলজিয়ামে প্রায় ১ হাজার বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।