প্রতিবন্ধী শিশুদের নিয়ে ‘ভুল বার্তা’দেওয়ার ঘটনায় নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত ঈদের নাটক “ঘটনা সত্য” ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে।
মঈনুল সানুর চিত্রনাট্যে রুবেল হাসান নাটকটি নির্মাণ করেছেন। এতে প্রধান দুই চরিত্র বিলকিছ নামে একজন গৃহকর্মীর চরিত্রে মেহজাবিন চৌধুরী ও গাড়িচালক মুকুলের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো।
এ বিষয়ে নির্মাতা রুবেল হাসান বলেছেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত। দর্শকদের অভিযোগের ভিত্তিতে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছি। বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি আমরা ক্ষমা প্রার্থনা করি।’
তিনি জানান ,প্রয়োজনীয় সংশোধন করে শেষ করে নাটকটি ফের ইউটিউবে সবার জন্য অবমুক্ত করা হবে।
মূলত নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনার ঝড়। নাটকে প্রতিবন্ধী শিশুকে পাপের ফল বলে মন্তব্য করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় সাথে তুমুল আপত্তি উঠেছে।
“ঘটনা সত্য” প্রকাশের পর শনিবার থেকে প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও দর্শকদের মধ্যে কেউ কেউ অভিযোগ তুলেছেন, প্রতিবন্ধী শিশুদের নিয়ে ‘ভুল বার্তা’ দেওয়া হয়েছে নাটকে।
বিষয়টি নিয়ে বিশেষ শিশুদের নিয়ে কাজ করা কিছু সংগঠনের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। এছাড়া নাটকে ‘ভুল বার্তা’ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।
নির্মাতা রুবেল হাসান জানান, শনিবার রাতে বার্তা পাওয়ার পরপর আমাদের ভুল বুঝতে পেরে কনটেন্টটি সরিয়ে নিয়েছি, অভিভাবকদের প্রতি সম্মান জানিয়ে বিবৃতিতেও ভুল স্বীকার করে নিয়েছি আমরা।
একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যে।