তালেবান আতঙ্কে দেশ ছেড়ে ইরানে পালালেন আফগানিস্তানের নারী অ্যাথলেট কামিয়া ইউসুফি। ওই দেশেই তার জন্ম ১৯৯৬ সালে। ১৩ বছর বয়সে অলিম্পিক স্প্রিন্টার হিসেবে কামিয়ার খেলোয়াড়ি জীবন শুরু। তখন তিনি একজন উদ্বাস্তু। ঘরবাড়ি নেই; শিকড়হীন অ্যাথলেট তিনি।
২০১৬ সালে সত্যি হয় তার অলিম্পিক স্বপ্ন। এবার টোকিও অলিম্পিকে জাতীয় পতাকা ছিল তার হাতে। ১০০ মিটার স্প্রিন্টে মেয়েদের বিভাগে হিটে বাদ পড়লেও ১৩.২৯ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।
পাঁচ বছর আগে রিও অলিম্পিকে ১৪.০২ সেকেন্ডে দৌড় শেষ করে নিজেই এই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার তালেবানরা কাবুল দখলের পর শঙ্কিত কামিয়া দেশ ছেড়ে পালালেন।