রাজধানী কাবুলসহ বেশিরভাগ প্রদেশ তালেবানের দখলে যাওয়ার দুই দিন পর আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের ‘বৈধ ও সাংবিধানিক’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।
কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে চলে যাওয়া এই ভাইস প্রেসিডেন্ট মঙ্গলবার (১৭ আগস্ট) নিজেকে দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।
গত সোমবার (১৫ আগস্ট) তালেবান কাবুল ঘিরে ফেলার পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল- আমরুল্লাহ সালেহ দেশ ছেড়ে পালিয়েছেন। আজকের টুইটে তিনি সেকথা উড়িয়ে দায়।
Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021
টুইটারে দেওয়া বার্তায় আমরুল্লাহ সালেহ বলেছেন, ‘আফগানিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পলায়ন অথবা মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে আমি দেশের ভেতরে আছি এবং আমিই দেশের একমাত্র বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট। আমি সব নেতার সমর্থন এবং সহায়তা পাওয়ার জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’
তালেবানের কাবুল দখল এবং প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে আফগান সরকারের পতন হয়। গনি নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর দেশ ছাড়ার গুঞ্জন উঠলেও অপর এক টুইট বার্তায় কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে আছেন বলে নিশ্চিত করেন।