যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া থেকে ১৫ কেজি গাঁজাসহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। লিয়াকত ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় মজুদ করেছে খবর পেয়ে এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ১৫ কেজি গাঁজাসহ লিয়াকতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।