‘বেল বটম’ ৩ দেশে নিষিদ্ধ

%E2%80%98%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%9F%E0%A6%AE %E0%A7%A9 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7
ঐতিহাসিক তথ্য বিকৃতি ৩ দেশে নিষিদ্ধ ‘বেল বটম’ – ছবি : সংগৃহীত

ঐতিহাসিক তথ্য বিকৃত করার অভিযোগে কয়েকটি দেশে ‘বেল বটম’ নিষিদ্ধ করা হল। জানা গিয়েছে, ১৯৮০ সালে এক বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প বোনা হয়েছে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু সৌদি আরব, কুয়েত এবং কাতারের ফিল্ম সার্টিফিকেশন বোর্ড এই ছবি নিষিদ্ধ করেছে।

একটি রিপোর্ট বলছে, ছবির দ্বিতীয়ার্ধে দেখানো হয়েছে ছিনতাইকারীরা বিমানটিকে লাহোর থেকে দুবাই নিয়ে যাচ্ছে। ১৯৮৪ সালে যখন ঘটনাটি ঘটেছিল তখন সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সবটা সামলে ছিলেন। তাদের চেষ্টাতেই ছিনতাইকারীরা ধরা পড়েছিল। সম্ভবত সেই কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলি এই ছবির গল্প নিয়ে আপত্তি তুলেছে।

‘বেল বটম’ ছবিতে অক্ষয়ের সাথে অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূর এবং আদিল হুসেন। ইন্দিরা গাঁন্ধী হিসেবে লারার ‘লুক’ ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ভক্ত মহলে। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’। ১৯ অগস্ট মুক্তি পাওয়া এই ছবি ইতোমধ্যেই বেশির ভাগ দর্শকের প্রশংসা পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিতর্কের মুখে ‘বেল বটম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *