যুক্তরাষ্ট্রের কত নাগরিক আফগানিস্তানে আছে তা জানে না মার্কিন প্রশাসন

Vanish
ফাইল ছবি

কাবুলের নিয়ন্ত্রণ তালেবান নেওয়ার পর আফগানিস্তান থেকে এ পর্যন্ত ২৫০০ মার্কিন নাগরিককে ফেরানো হয়েছে। সব মিলিয়ে ফেরানো হয়েছে প্রায় ১৭ হাজার মানুষ। তবে এখনও দেশটিতে কত মার্কিন নাগরিক আটকে আছেন তা ‘স্পষ্ট সংখ্যা’ জানা নেই মার্কিন প্রশাসনের।

শনিবার (২১ আগস্ট) পেন্টাগনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। -খবর রয়টার্সের।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের ‘প্রকৃত সংখ্যা’ জানা নেই। জন কিরবি আরোও বলেন, আমরা দেশটি থেকে দ্রুত এবং নিরাপদে মার্কিন নাগরিকদের সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে দ্রুত সময়ে বেশি মানুষকে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা’, যোগ করেন কিরবি।

মার্কিন মেজর জেনারেল উইলিয়াম টেলর জানান, এ পর্যন্ত ১৭ হাজারের মতো মানুষ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফেরানো হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজার ৫০০ মার্কিন নাগরিক। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৮০০ জন মানুষকে সামরিক এবং ভাড়া করা বিমানের মাধ্যমে কাবুল থেকে ফেরানো হয়েছে।

তালেবান যোদ্ধারা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তার দেশের হাজার হাজার নাগরিক এবং দেশ ছাড়তে চাওয়া আফগানদের ফেরাতে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর দ্রুতই কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। এখন দেশের ক্ষমতার বুঝে নেওয়ার অপেক্ষায় তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *