বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জনিয়েছেন বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান।
মামুন হাসান বলেন, হঠাৎ করে ম্যাডামের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা অনেকটা ভালো। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানান মামুন হাসান জানান, হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
মামুন আরও বলেন, রওশন এরশাদ বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এখন চিকিৎসা চলছে। তার পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিরোধী দলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানি শূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে তিনি বাসায় ফেরেন।