শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন দীপু মনি

%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81 %E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

আগামী ৩১ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে । কমতে শুরু করেছে প্রাণঘাতী করোনার সংক্রমণ । এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

জানা যায়, আগামী শনিবার অথবা রোববার হতে পারে মন্ত্রীর সংবাদ সম্মেলন। কোন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ খুলে দেওয়া হতে পারে, তা প্রায় চূড়ান্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

 

বুধবার (২৫ আগস্ট) নিজ দপ্তরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানায়, ‘সচিবদের সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোর প্রস্তুতি চলছে।’

 

তিনি আরও বলেন, ‘এখন করোনা সংক্রমণ নিচের দিকে। সব বিষয় আমরা পর্যবেক্ষণ করছি। করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি ও দেশের প্রবীণ শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী এ বিষয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনে আসছেন।’কবে হতে পারে সংবাদ সম্মেলন তা জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে ৩১ আগস্ট। এর আগেই হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *