শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF
রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে ছাত্র ইউনিয়ন। ছবি : সংগৃহীত

দ্রুততম সময়ে শিক্ষার্থীদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। সোমবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীতে পৃথক কর্মসূচিতে ছাত্রসংগঠন দুটির নেতারা এই দাবি জানান।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষার্থীদের বেতন ও ফি মওকুফ, শিক্ষাবৃত্তি ও রেশন চালু করার দাবি জানায় ছাত্র ইউনিয়ন। অবিলম্বে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়া, সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন। এছাড়াও সব শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটির নেতারা।

 

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘করোনা মহামারীর এই সময়ে দেশে অনেক বড় ধরনের দুর্নীতি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে, শিক্ষার্থীরা এর প্রতিবাদ করবে, মিছিল-মিটিং হবে। এই ভয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না।’ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সদস্য প্রীতম ফকির ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শাওন বিশ্বাস।

 

অন্য দিকে শতভাগ শিক্ষার্থীকে টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও সহ একই দিনে সারা দেশে মিছিল এবং সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *