মনে আছে অপু ভাইকে? লাইকিতে দেশের মাইলফলক অতিক্রম করেছিলেন ফলোয়ার দিয়ে। টিকটকেও ব্যাপক জনপ্রিয়। কিন্তু একের পর এক মারামারির ঘটনায় বিতর্কিত হয়ে পড়েন এই কিশোর। শেষ পর্যন্ত হাজতবাসও করতে হয়। পরে ফিরে এসে ইউটিউবে নিয়মিত হন। সেই জনপ্রিয়তা ফের দেখা যেতে শুরু করে। তবে এসবকে ছাপিয়ে দেশের শীর্ষ নির্মাতা আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে দেখা যাবে অপু ভাইকে।
ইয়াসিন আরাফাত অপুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। সেখানে থেকে লাইকি অ্যাপের মাধ্যমে একটি প্রজন্মের কাছে খুব কম সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এই কিশোর। লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে ‘অপু ভাই’বেশ পরিচিতি লাভ করেন । লাইকি অ্যাপে তাকে প্রায় ১০ লাখ মানুষ অনুসরণ করে । ইনস্টাগ্রামেও তার বেশ অনুসারী ছিল।
সেই অপু ভাইকে এবার প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি ওয়েব ফিল্মের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ইতোমধ্যে সোশ্যাল প্ল্যাটফরমে ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’ ট্রেলার প্রকাশ করা হয়েছে। এই ট্রেলারে অপু ভাইকে দেখা গেছে। বিষয়টি নিয়ে নির্মাতা আদনান আল রাজীবের সামান্যও কিছু বলেন নাই অপু ভাই সম্পর্কে।
আদনান আল রাজীব বলেন, ‘এটার জন্য আসলে ফিল্ম দেখতে হবে। এখন তো বলা যাবে না। তবে এটা বলতে পারি, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফরম যেখানে যে কেউ যখন তখন উঠে যায়, আবার নেমে যেতে পারে যখন তখন। জায়গাটা ধরে রাখা কঠিন। মেধাবীরা পারবে আর যাদের মেধা নেই তারা ঝরে যাবে। এমন একটি গল্পই বলতে চেয়েছি।’
ওয়েব ফিল্মের নির্মাতা বলেন, ‘মানুষের শরীরে যেমন টিউমার হলে কেটে ফেলে দিতে হয়, তেমনি প্রত্যেকটি ক্ষেত্রে এমন বিষয় চলে আসে। ইউটিউবে ক্রিয়েটরদের প্রয়োজন রয়েছে কিন্তু টিউমারদের প্রয়োজন নেই। প্রয়জনে এসব টিউমার কেটে ফেলে দেওয়া উচিৎ কি না, আর না কেটে ফেললে পরবর্তীতে কী অবস্থা সৃষ্টি হবে তাই গল্পে গল্পে উঠে এসেছে।’
নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, প্রীতম হাসান, তৌহিদ আফ্রিদি, তাহসিনেশনসহ অনেককেই।