স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শুক্রবার থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়া হবে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতীফ।
আব্দুল লতীফ জানান, চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশকিছু নির্দেশনা মেনে চলতে হবে। দর্শনার্থীদের চিড়িয়াখানা চত্বরে কোন রকম জটলা করা যাবে না। একমুখী পথ ব্যবহার করে ভিতরে চলাচলে হবে।
সবাইকে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এজন্য চিড়িয়াখানার ভিতরে ১২টি জায়গায় হাত ধোয়ার জন্য হ্যান্ডস্যানিটাইজার রাখা হবে।