সিরিজসেরা পুরস্কার সাকিবের হাতে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। সিরিজে সর্বাধিক ৮ উইকেট শিকার তার একাই। এর সাথে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ সিরিজের তৃতীয় সর্বাধিক ১৪৫ রান।

বিদেশের মাটিতে ১২ বছর পর ওয়ানডে ক্রিকেটে কোনো দলকে হোয়াইটওয়াশের কৃতিত্ব দেখালো বাংলাদেশ। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৩-০তে হারিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লীগে অংশ সিরিজের পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করলো টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাটিং শেষে বাংলাদেশকে ২৯৯ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। অধিনায়ক তামিম ইকবালের দারুণ শতকে ২ ওভার বাকি রেখেই দাপুটে জয় অর্জন  করে বাংলাদেশ। ৯৭ বলে ১১২ রানের ইনিংস খেলেন ওপেনার তামিম ইকবাল। অপর ওপেনার লিটন দাস ৩২, সাকিব আল হাসান ৩০, মোহাম্মদ মিঠুন ৩০ এবং আফিফ হোসেন করেন ২৪ রান।

প্রথমবার দলে সুযোগ পেয়ে নুরুল হাসান সোহান ৩৯ বলে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন । ম্যাচসেরার পুরস্কার পান তামিম।

এর আগে ইনিংসের ৩ বল বাকি রেখেই ২৯৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন তিনটি করে উইকেট নেন। দুই উইকেট নেন অফস্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। আর একটি করে উইকেট পান বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

সেই ২০০৯ সালে বিদেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজ সফরে এমনই কৃতিত্ব দেখায় টাইগাররা।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বল হাতে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখান সাকিব। লিটন কুমার দাস হাঁকান সেঞ্চুরি। সিরিজে দ্বিতীয় সর্বাধিক ১৫৫ রান সংগ্রহ লিটনের। সিরিজের তিন ম্যাচে জিম্বাবুয়ের রেজিস চাকাভার সংগ্রহ ১৬৪ রান। দ্বিতীয় ওয়ানডেতে হার না মানা ৯৬ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *