অভিনেত্রী জয়া আহসান প্রাণীদের খুব পছন্দ করেন। তার প্রমাণ বিভিন্ন সময়ে দিয়েছেন তিনি। করোনা মহামারির সময় রাস্তার ক্ষুধার্ত কুকুরকে খাবার দিতে বেরিয়ে পড়েছিলেন তিনি।
প্রাণীর প্রতি ভালোবাসার এবার প্রতিদান পাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি পুরস্কার পাচ্ছেন ভিন্ন একটি সাবজেক্টে।
পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মতো পুরস্কার প্রদান করতে যাচ্ছে প্রাণীপ্রেমিদের। আর সেই তালিকায় প্রথমদিকে আছে জয়া আহসানের নাম। এছাড়াও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম পাচ্ছেন এই পুরস্কার।
সোমবার বিশ্ব পশু দিবসে ‘প্রাণবিক বন্ধু’ নামের ওই পুরস্কারের জন্য যারা মনোনিত হয়েছেন তাদের নাম ঘোষণা করে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ ক্যাটাগরিতে নাম উপস্থাপন করা হয়।
বাংলাদেশে প্রথমবারের মতো এমন আয়োজন হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী নভেম্বরে প্রদান করা হবে এই পুরস্কার।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।’
জয়া জানান, বিষয়টি তার জন্য বেশ গর্বের। তিনি বলেন ‘প্রাণীকে ভালোবাসার কারণে পুরস্কৃত করা হচ্ছে আমাকে, এর চেয়ে আমার কাছে আনন্দ লাগছে এই উদ্যোগের জন্য। যারা এমন আয়োজন করছেন তাদের প্রতি আমার ভালোবাসা।’ এমন আয়োজন আগামীতে প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জয়া আরও বলেন, ‘আমি কোনোদিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের নিয়ে কাজ করিনি। যা করেছি, নিজের আনন্দ আর ভেতরের টান থেকে। ধন্যবাদ জানাই সংগঠন সংশ্লিষ্টদের। তাদের এই উদ্যোগ অব্যাহত থাক।’