ক্রিকেটে শূন্য রানের পরিভাষা গোল্ডেন ডাক। অর্থাৎ কোন রান না করে আউট হওয়াকেই বলে গোল্ডেন ডাক। এটি এমন একটি ব্যাপার, কোন ব্যাটসম্যানই চান না নিজের নামের পাশে যোগ করতে। অথচ এমনই একটি রেকর্ডে নাম উঠলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি গোল্ডেন ডাকের মালিক এখন তামিম।
শুক্রবার (১৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে অযাচিত এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। ক্রিকেটের সবধরণের সংস্করণ মিলিয়ে এ নিয়ে তামিম শূন্য রানে আউট হলেন ৩৪ বার! এর আগে এটি ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তুজার দখলে। ২৬২ ইনিংসে ৩৩ বার ‘গোল্ডেন ডাক’ মেরেছেন মাশরাফি।
মাশরাফি ছাড়া এই তালিকায় শীর্ষ ৫-এ থাকা বাকি সবাই বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের তালিকায়ও থাকবেন। তালিকায় ৩-এ আছেন মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০ ইনিংসে তিনি ‘ডাক’ মেরেছেন ৩১ বার। এরপরই মুশফিকুর রহিম আছেন। তিনি ৪২৮ ইনিংসের মধ্যে শূন্য রানে আউট হয়েছেন ২৬ বার। আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ২০৪ ম্যাচে ২৫ বার ডাক মেরেছেন ।
এ তো গেল সব ফরম্যাট মিলিয়ে হিসাব। ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডটি তামিমের। এ নিয়ে একদিনের ক্রিকেটে ১৯ বার শূন্য রানে আউট হলেন তিনি। এর আগে রেকর্ডটি ছিলো হাবিবুল বাশারের।