মহামারী করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় এফডিসিতে পশু জবাই নিষিদ্ধ। তাই এফডিসির বাইরেই ছয় গরু কোরবানি দিচ্ছেন হালের জনপ্রিয় নায়িকা পরীমণি। প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরীমণি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন বলে সপ্তাহ খানেক আগে ঘোষণা দেন পরী। কিন্তু পরে এফডিসির অভ্যন্তরে পশু কোরবানি নিষিদ্ধ করে এফডিসি কর্তৃপক্ষ। তাই এফডিসির বাইরে ছয় গরু কোরবানির সিদ্ধান্ত নিয়েছেন এ নায়িকা। বিষয়টি নিশ্চিত করে পরী বলেন, কোরবানি যেখানেই হোক মাংস এফডিসিতে যাবে। সব মাংস সহশিল্পীদের মধ্যে যারা অসহায় ও আর্থিক অনটনে আছেন তাদের মাঝে বিলি করা হবে।
পরীমণি বলেন, কোরবানির জন্য ছয়টি গরু কিনেছি। গরুগুলো এফডিসির সামনে রাখা আছে। করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে কোরবানি দেওয়া হবে। পরে মাংস বিতরণ করবো। গেলো বছর এফডিসিতে ৫টি গরু কোরবানি দিয়েছেন এ নায়িকা। আর এবার দিচ্ছেন ছয়টি গরু