দেশে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথমদিনে (২৩ জুলাই) নিয়ম লঙ্ঘন করায় ৪০৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান।
এডিসি ইফতেখারুল ইসলাম বলেন, অকারনে ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় বিভিন্ন এলাকায় ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করেন।
তাছাড়া লকডাউনের প্রথম দিন নিয়ম অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।