ম্যাচের শুরুতে দগলাস লুইজ লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শেষের দিকে দ্বিতীয় লাল কার্ড দেখেন আইভরি কোস্টের এবু কোয়াসি। পুরো ম্যাচের কার্ডের ছড়াছড়ি হলেও গোল পায়নি কেউই। এর আগের ম্যাচে জার্মানিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে অলিম্পিক শুরু করা ব্রাজিলকে রুখে দিয়েছে আইভরি কোস্ট।
আজ রোববার গ্রুপ ডি এর ম্যাচটি ড্র হয়। আগের ম্যাচে রিচার্লিসন হ্যাটট্রিক করেছিলেন। এভারটনের এই ফরোয়ার্ড আজ জালের দেখাই পাননি। ব্রাজিল দলের বাকি ফরোয়ার্ডরাও করতে উল্লেখযোগ্য তেমন কিছু।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে যৌথভাবে গ্রুপের শীর্ষে স্থান ব্রাজিল ও আইভরি কোস্ট। ম্যাচের ১৩ মিনিটেই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার দগলাস লুইজ সরাসরি লাল কার্ড দেখেন । ৭৯ মিনিটে আইভরি কোস্টের এবু কোয়াসি দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ।