ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি ফুটবলারের আমরণ অনশন

%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%85%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8

ফিলিস্তিনি ফুটবলার গুয়েভারা আল-নামুরা। ছবি: সংগৃহীত।

বিনা বিচারে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক থাকার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড় গুয়েভারা আল-নামুরা। ইসরাইলের বর্বর বাহিনী ১০ মাস আগে তাকে আটক করে এবং বিনা বিচারে তিনি জেল খাটছেন।

গুয়েভারার আটকের তিন মাস পর তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেন। চলতি মাসে গুয়েভারার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের মেয়াদ শেষ হয় কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ তার অবৈধ আটকাদেশের মেয়াদ আবার বাড়িয়েছে। এ ধরনের আটকাদেশকে ইসরাইল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বলে থাকে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

 

প্রায় দু সপ্তাহ আগে এর প্রতিবাদে গুয়েভারা অনশন শুরু করেন। তিনি আশা করছেন এই প্রতিবাদের কারণে তাকে মুক্তি দেয়া হবে এবং তিনি তার সাত মাসের সন্তান জুলিয়াকে দেখতে পাবেন।

 

গুয়েভারা শুধু একা এই অনশনে যোগ দেন নি বরং তার সঙ্গে আরো অন্তত ১৪ ফিলিস্তিনি রয়েছেন। বিনা বিচারে তারা ইসরায়েল কারাগারে আটক আছেন। ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া  যেকোনো ফিলিস্তিনিকে আটক রাখে তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *