পদ্মা সেতুর পিলারে ক্ষতির ছবিটি ভুয়াঃ কর্তৃপক্ষ

%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AD%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%83%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7
অপপ্রচার চালাতে ভুয়া এই ছবি প্রচার করা হচ্ছে বলে ধারণা সেতু বিভাগের । ছবি: সংগৃহীত

 

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতিগ্রস্ত  একটি পিলারের  ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটি আসল নয় বলে জানিয়েছে সেতু বিভাগ। তাদের ধারণা, অপপ্রচার চালাতে ভুয়া ওই ছবি প্রচার করা হচ্ছে, যেখানে ক্ষতি অনেক বেশি বলে দেখানো হয়েছে।

 

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘ভুয়া ছবিটি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। এটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আজ  শনিবার (১৪ আগস্ট ) লৌহজং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগার পরেও পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা সহজে মেরামত করতে যাবে সামান্য অর্থ ব্যয়ে। তবে ভাইরাল হওয়া ছবিটিতে সেতুর পিলারের ক্ষতি অনেক বড় করে দেখানো হয়েছে।

 

এদিকে এক মাসের মধ্যে চারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনার পেছনে চালক-সুকানিসহ দায়িত্বশীলদের অসতর্কতা ও নদীর তীব্র স্রোতকে মূল কারণ হিসেবে গণ্য করছে কর্তৃপক্ষ। এই রুটে ফেরি চলাচল বন্ধ না করে পরিচালনায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্রোত বেশি হলে ফেরি চলাচল বন্ধ থাকবে।

 

রাজধানীর অফিসার্স ক্লাবে গত শুক্রবার রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থা, পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শকেরা বলেছেন, ফেরির ধাক্কায় সেতুর ক্ষতির কোনো আশঙ্কা নেই। কারণ, সেতুটির পিলার এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা ভারী নৌযানের ধাক্কা সামলাতে পারে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *