তালেবানের হাতে কাবুল পতনের পর আফগানিস্তান ছেড়ে যান দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি। তবে তিনি দেশ ছাড়ার সময় প্রচুর অর্থ সঙ্গে নিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে আল-জাজিরা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, জায়গা না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতেও বাধ্য হয়েছেন আফগান প্রেসিডেন্ট।
কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর জানিয়েছেন, চারটি গাড়ি ভরা নগদ অর্থ ছিল। তারা নগদ অর্থের আরেকটি অংশ একটি হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু জায়গা হয়নি। সেগুলো ফেলেই চলে যান গণি। তবে এই খবর নিশ্চিতে বিশ্বাসযোগ্য কোনো সূত্র পাওয়া যায়নি।