আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন । ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি।
এই মৌসুমে ফরাসি লিগ (লিগ ওয়ান) দু’টি ম্যাচ খেলেছে পিএসজি। তবে মেসিকে এখনও মাঠে নামতে দেখা যায়নি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পরে এখনও অবধি কোনও ম্যাচ খেলেননি মেসি। পিএসজি’র কোচ মাউরিসিও পচেত্তিনো তাঁকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চাইছেন ।
এমন অবস্থায় রেইমসের বিরুদ্ধে ৩০ আগস্ট মেসিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি।
সেই ম্যাচের পর কোচ পচেত্তিনো বলেন, “কোপা আমেরিকা ফাইনালে খেলার পর থেকে এখনও অবধি মাত্র দু’দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করছি না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সঙ্গে ভাল ভাবে মিশে যাক। তারপরেই অভিষেক হবে ওর।”