​চীনের সিনোফার্ম টিকা নিয়েও সৌদি যাওয়া যাবে

%E2%80%8B%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%93 %E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা নেয়া ব্যক্তিদের সে দেশে প্রবেশের অনুমোদন দিয়েছে। সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে। খবর -আরব নিউজ।

 

এর ফলে বাংলাদেশে যারা এসব টিকা নিয়েছেন বা নেবেন, তাদের হজ বা ওমরাহ পালনে দেশটিতে যেতে আর বাধা থাকল না। মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিনোফার্ম ও সিনোভ্যাকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে, সৌদি আরবে শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকার অনুমোদন ছিল।

 

যার ফলে চীনা টিকা নেয়া বাংলাদেশীদের সৌদিতে হজ বা ওমরাহর জন্য যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। চীনা টিকায় ছাড় দিতে সে দেশের সরকারকে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

 

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এ প্রসঙ্গে বলেন, সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের দাবি আমলে নিয়ে সিদ্ধান্ত দিয়েছে। এখন বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে হজ ও ওমরাহগামীদের টিকার ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *